মালদা

পুলিশের টাকা তোলার অত্যাচারে পথে নামল মধুচাষিরা

পুলিশি অত্যাচারের হাত থেকে রেহাই পেতে শনিবার পুরাতন মালদার চরকাদিরপুরে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো মধু চাষিরা। জীবিকার জন্য তাদের মাঝে মাঝে এক জেলা থেকে অন্য জেলা বা অন্য রাজ্যে পারি দিতে হয়। মধুর সন্ধানে পেটের তাগিদে ১২ মাস এই ভাবে ছুটে বেড়াতে হয় মধু চাষিদের। আর এই ছুটে বেড়ানোর পথে কাঁটা হয়ে দাড়ায় পুলিশ। এক দিকে মৌমাছির কামর অন্য দিকে পুলিশের থাবা দুই সহ্য করতে হয় এই গরীব মধু চাষিদের। তাতে অষ্ঠাগত প্রান মধু চাষের সাথে যুক্ত লোকেদের। রাতের অন্ধকারে এক জেলা থেকে অন্য জেলা বা রাজ্যে পারি দেবার সময় চলে এই তাণ্ডব। লড়ি থামিয়ে হাত বাড়িয়ে চলে তোলাবাজির কারবার। আর দিতে না পারলেই লাঠি ও টর্চ দিয়ে চলে মারধর বলে অভিযোগ ওই মধু চাষিদের। আর গন্তব্য স্থলে পৌঁছানোর আগে এই অত্যাচার সহ্য করতে  হয় বেশ কয়েকবার। আর এই অত্যাচার সহ্য করতে না পেরে রাজ্য সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে বলে দাবি মধু চাষিদের, এর ফলে শনিবার মালদা নালাগোলা রাজ্য সড়কের যানজটের সৃষ্টি হয়,এবং ঘটনা স্থলে আসে মালদা থানার IC     তপন ভট্টাচার্য। তিনি মধুচাষিদের সাথে কথা বলে এই সমস্যা সমাধানের আশ্বাস দিল বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।